মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরাসরি দরপত্র দাখিলের সুযোগ না দিয়ে গোপনে নিজের আস্থাভাজন ঠিকাদারদের কাজ প্রদান এবং নিয়ম বহির্ভূতভাবে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ঠিকাদাররা।
সংবাদ সম্মেলনে ঠিকাদার মাহবুবুর রহমান অভিযোগ করেন, সম্প্রতি মেহেরপুর জেলা জজ আদালত ভবনের সংস্কার কাজের জন্য ১ কোটি টাকার একটি প্রকল্পে আমরা দরপত্র জমা দিতে গেলে নির্বাহী প্রকৌশলী সেটি গ্রহণ না করে জানান যে, কাজটি ইতোমধ্যে নির্ধারিত কিছু ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়নের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দাবি জানালেও নির্বাহী প্রকৌশলী কোন ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিগত ১৫ বছর ধরে যারা প্রভাবশালী হিসেবে পরিচিত, শুধুমাত্র তাদেরকেই কাজ দিয়ে আসছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। এতে করে নতুন বা সাধারণ ঠিকাদাররা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে গণপূর্ত বিভাগের যশোর অঞ্চলের কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
ঠিকাদাররা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কাজ বণ্টনের দাবি জানিয়ে বলেন, আমরা পেশাদার ঠিকাদার। কাজ না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, আসাদুল ইসলামসহ আরও অনেকে।
তারা প্রত্যাশা করেন, দুর্নীতিমুক্ত ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কাজ বণ্টনের ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।