মেহেরপুর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গাংনী পৌর এলাকার বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা ও উপাধ্যক্ষ নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হোসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, বিএনপি নেতা সুলেরী আলভী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রেজআনুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।