মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে চলমান এই কর্মসূচির মাধ্যমে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সহায়তা পাচ্ছেন স্থানীয় অসচ্ছল জনগোষ্ঠী।
সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারা বলেন, চলমান শৈত্যপ্রবাহের কারণে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই কষ্ট লাঘবের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রকৃত দরিদ্র ও অসহায়দের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করে কম্বল বিতরণ করা হচ্ছে, যাতে সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছায়। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যরা এ কাজে সার্বিক সহযোগিতা করছেন।
প্যানেল চেয়ারম্যান বলেন, শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ নয়, শীতকালজুড়ে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই সহায়তার জন্য ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করছে।