গাংনী প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজার বাসস্ট্যান্ড অংশে দীর্ঘদিন ধরে চলমান সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে গাংনীবাসী। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার বাসস্ট্যান্ডে ‘গাংনীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ। রাশেদ বোরহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাংনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, এনসিপি নেতা মুজাহিদ মুন্নাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।
বক্তারা বলেন, গাংনী বাজারের মধ্য দিয়ে যাওয়া আঞ্চলিক মহাসড়কের অংশটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। খানা-খন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, গাংনী বাজারের এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তার এই ভয়াবহ অবস্থার কারণে দুর্ঘটনা ঘটছে প্রায়ই। অবিলম্বে এই সড়ক সংস্কারের কাজ শেষ করা না হলে শিক্ষার্থীদের চলাচল বিপন্ন হবে।
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন বলেন, রাস্তার কাজ শুরু হলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বাজারের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। দোকানে ক্রেতা কমে গেছে, কারণ মানুষ এই পথে আসতে চায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত কাজ শেষ করে বাজারের পরিবেশ ফিরিয়ে আনা হোক।
এনসিপি নেতা মুজাহিদ মুন্না বলেন, জনগণের দাবি উপেক্ষা করা যাবে না। গাংনীবাসী ঐক্যবদ্ধ হয়ে সড়ক নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
প্রধান অতিথি অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, সড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ করে জনগণের ভোগান্তি লাঘব করতে হবে। একই সঙ্গে রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। কেউ যদি এই নির্মাণ কাজে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে বা চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে গাংনী বাজারের ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতা, ছাত্র, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান, দ্রুত সড়ক নির্মাণ শেষ করে গাংনীর অর্থনৈতিক প্রাণকেন্দ্র বাজারটিকে সচল রাখা সময়ের দাবি।