গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর সহড়াবাড়িয়া মাঠে প্রতিপক্ষরা আগাছানাশক প্রয়োগ করে এক কৃষকের ধানক্ষেত বিনষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। এতে চোখেমুখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দীন।
আলাল উদ্দীন জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ওই এক বিঘা জমিতে তিনি প্রায় ৪০ বছর ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফজলুল হক জমিটি দখলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।
তিনদিন আগে সকালে ফজলুল হক তার ভাগিনা মিলন ও সাগরকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, প্রথমে প্রতিপক্ষ কীটনাশক প্রয়োগ করছেন বলে মনে হলেও পরে তারা আগাছানাশক ছিটাচ্ছেন স্বীকার করেন। দুদিন কোনো প্রতিক্রিয়া না থাকলেও বৃহস্পতিবার সকালে ধানক্ষেত পুড়ে বিবর্ণ হয়ে যায়। স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।