মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে শত্রুতার জেরে একটি পুকুরে বিষ ঢেলে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে একই গ্রামের কারিগরপাড়ার মৃত আব্দুর রহমান চৌকিদারের ছেলে সুজন (৩৫)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ চাষি জুলফিক্কার আলী জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা নাগাদ হঠাৎ তার পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে শুরু করে। পরে জানা যায়, প্রতিবেশী সুজন তার ধানের জমিতে মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ করেন, যা পুকুরের পানিতে মিশে মাছ নিধনের কারণ হয়।
স্থানীয় বাসিন্দা ফুলমিয়ার স্ত্রী আয়েশা খাতুন বলেন, বছর খানেক আগে সুজন জুলফিক্কারের পুকুরের পাশে তাদের জমি জোরপূর্বক দখল নিয়ে চাষাবাদ শুরু করে। এবার অতিবৃষ্টিতে পুকুরের পাড় ভেঙে কিছু মাছ তার ধানের জমিতে চলে গেলে সে চায়না জাল পেতে মাছ ধরে। এতে জুলফিক্কার বাধা দিলে সুজন ক্ষিপ্ত হয়ে যায়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে সুজন তার ধানের জমিতে মাত্রাতিরিক্ত বিষ ঢালে। পরে রাত ১০টার দিকে দেখা যায় পুকুরের হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তেঁতুলবাড়িয়া গ্রামের আরও কয়েকজন বাসিন্দা—হামিদা খাতুন ও মন্টু—বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাছচাষি জুলফিক্কার আলী জানান, প্রায় আড়াই বিঘা আয়তনের ওই পুকুরে মনোসেক্স তেলাপিয়া, পুঁটি ও দেশীয় মাছ চাষ করা হয়েছে। বিষক্রিয়ায় মাছ মরে যাওয়ায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনের আশ্রয় নিতে বাধ্য হব বলেও জানান ভুক্তভোগী মাছ চাষি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।