গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার কক্ষে দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে কথা বলায় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলুকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
জানা যায়, দ্বায়িত্বরত অবস্থায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু দায়িত্বরত শিক্ষক সাজেদুল ইসলাম (বুলু) নিয়ম ভঙ্গ করে পরীক্ষার কক্ষে মোবাইল ফোনে কথা বলছিলেন। বিষয়টি সিসি ক্যামেরায় দেখে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা ডিউটি থেকে অব্যাহতি দেন।
ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় আমি কলেঝ উপস্থিত ছিলাম না পরে শুনেছি। তাকে পরবর্তী পরীক্ষার দ্বায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ওই শিক্ষককে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য: চলমান এইচএসসি পরীক্ষায় নকল ও অনিয়ম রোধে গাংনী উপজেলা প্রশাসন কড়া নজরদারি করছে।