গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনী বাজার এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাংনী বাজারের আব্দুল জলিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভাই ভাই স্টোর এর গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সুখজান স্টোরের মালিক ডাবলু জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ভাই ভাই স্টোরের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি মোবাইল ফোনে দোকানটির মালিক মনিরুল ইসলামকে বিষয়টি জানান। পরে মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে গোডাউন খুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও গোডাউনে থাকা একটি গ্যাস লাইট বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় বাজার এলাকায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় স্থানীয়রা দূর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তার গোডাউনে সংরক্ষিত প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। তবে এ সময় প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।