মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিরগোফা গ্রামে গনি শাহের মাজারে মাজারে রাখা দুটি গিলাফ ও দানবাক্স চুরি হয়েছে। তবে দানবাক্স ভাঙ্গতে না পেরে পাশের খালে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা মাজারের বাঁশের তৈরি বেষ্টনী ভেঙে ভিতরে ঢোকে এসব চুরি করেছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল।
মাজারের ভক্তবৃন্দরা জানান, প্রতি বৃহস্পতিবার মাজারে শিরনী দেওয়া হয়। অনুষ্ঠান শেষে রাতে সবাই বাড়ি ফিরে যায়। পরদিন সকালে এসে তারা দেখতে পান মাজারে ভাংচুর ও লুটপাটের চিহ্ন। ভক্তরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাজারের খাদেম ইউসুফ আলী বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে প্রোগ্রাম হয়। রাত ১১টার দিকে আমরা চলে যাই। সকালে এসে দেখি মাজারের চারপাশ ভাঙচুর করা।
গনি শাহের স্ত্রী রাশেদা জানান, ঘটনার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। দুর্বৃত্তরা মাজারের ফুলের মালা, বাঁশের রেলিং তছনছ করে গিলাফ নিয়ে গেছে।
সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও গাংনী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।