মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা যুব সংঘের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা যুব সংঘের সভাপতি শামসুজ্জামান হামিদুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহের শেখ, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি ও যুব সংঘের উপদেষ্টা শামসুজ্জোহা সামিদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা হাট মসজিদের ইমাম আব্দুর রশিদ ঈশা খাঁ, খোকসা যুব সংঘের সেক্রেটারি সেলিম রেজা, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ আপেল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শরিফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক আবির,
খাদ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন,
নির্বাহী সদস্য মাসুম রেজা, জিহাদ, তারিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নানা বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়