মেহেরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশীয় ও সীমান্তবর্তী মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সফলতা অর্জন করেছে। অভিযানে ভারতীয় ৪৮ বোতল মদ এবং ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলাধীন বাইপাশ লালন চত্বর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি (এসইউপি, পিএসসি, জি) এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১টায় হাবিলদার মোঃ গিয়াস পারভেজের নেতৃত্বে ব্যাটালিয়নের বিশেষ টহল দল পাবনা থেকে পাথরঘাটাগামী বিআরটিসি পরিবহন তল্লাশি করে ৪ হাজার ২শত প্যাকেট নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২লাখ ৩১হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত অঞ্চলে অবৈধ মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মি