কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এক পল্লী চিকিৎসকের হামলার শিকার হয়েছেন এক যুবক। আজ মঙ্গলবার(০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাড়ির পাশে জিকের ক্যানেলে মাছ ধরার সময় এই হামলার শিকার হন তিনি।
মারধরের শিকার যুবকের নাম শামীম মোল্লা। আগের দিন তার শিশুসন্তানকে ওই পল্লী চিকিৎসকের পোষা কুকুর কামড় দিলে তার প্রতিবাদ করতে গিয়েই এই হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, তার তলপেটে,পিঠে ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই যুবক আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
আহত শামীম মোল্লা বলেন, আমি বরশি দিয়ে মাছ মারছিলাম। এ সময় জহুরুল ডাক্তার তার স্ত্রী-সন্তান নিয়ে পেছন থেকে আমার উপর হামলা চালায়। আমাকে ধারালো অস্ত্র বেকির পেছন পাশ দিয়ে পিঠে আঘাত করা হয়। কিছু বুঝে উঠার আগেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। বেদম মার ধরে আমি অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।