মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম। এছাড়াও পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল এনামুল কবীর, আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদানের অগ্রগতি ও চলমান প্রকল্পসমূহের বিষয় আলোচনা করা হয়। উপজেলার প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।