প্রথম রাজধানী :
মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম কে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে জানাগেছে উনাকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও ২৩ পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে বলে পরিপত্রে বলা হয়েছে। তবে এখনও মেহেরপুরে পুলিশ সুপার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি।
পুলিশ সুপার পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম এর আগে ডিএমপির উপ কমিশনার হিসাবে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ পুলিশ কমিশনারদের বদলির অংশ হিসেবে এসএম নাজমুল হককে মেহেরপুর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পূর্ববর্তী খবর