মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সোমবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে ঔষধ প্রশাসন। জেলার বিভিন্ন ফার্মেসিতে প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ এবং আনরেজিস্টার্ড ঔষধ রাখার অভিযোগে অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ঔষধ তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্বে, ঔষধ প্রশাসন মেহেরপুর) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। লুপা ফার্মেসী, রিয়ন ফার্মেসী, সুমাইয়া মেডিকেল হল এবং মুজিবনগর ক্লিনিক ও ড্রাগ হাউজকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্ট্রেড ঔষধ জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। তারা আরও বলেছে, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মানুষকে নিরাপদ ও মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করা হবে।
ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে নেওয়া এই অভিযান মানুষকে সচেতন করার পাশাপাশি অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।