মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ভৈরব নদে ডুবে মাহবুব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়া বিশ্বাস ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব পিরোজপুর গ্রামের জল্লাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাহবুব তার কয়েকজন বন্ধুর সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। সাঁতার না জানা এবং নদীর পানি গভীর হওয়ায় সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।