মেহেরপুর প্রতিনিধি;
জোসনা বাসফরের ভুল পিত্তিথলি অপারেশনের প্রতিবাদে বালতি ভর্তি মল ও ঝাটা বারুন নিয়ে নিয়ে রমেশ ক্লিনিক ঘেরাও করেছে হরিজন সম্প্রদায় ।
গতকাল বুধবার সন্ধায় বালতি ভর্তি মল ও ঝাটা বারুন নিয়ে রমেশ ক্লিনিক ঘেরাও করে হরিজন সম্প্রদায়ের লোকজন।৩৪ বছরের জোসন বাসফর বিনোদ বাসফরের স্ত্রী।
হরিজন সম্প্রদায় কতৃক জানা যায় সেপ্টম্বরের ১০ তারিখে রমেশ ক্লিনিকে জোসনা বাসফরের পিত্তিথলি পাথর অপারেশন হয়। তারপর থেকে পেটে নানা জটিলতা দেখা দেয়। ১০/১৫দিন রমেশ ক্লিনিকে চিকিৎসা প্রদানের পর অবস্থার উন্নতি না হলে তাকে ক্লিনিকের পক্ষ থেকে রাজশাহি নেওয়া হয়। সেখানে ১০/১৫দিন চিকিৎসা প্রদানের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এখন অবদি জোসন বাসফর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে । ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার বলছে পুর্বের অপারেশন ভুল ছিলো । এখন নতুন করে আবার অপারেশন করা লাগবে যার খরচ প্রায় ৫/৬ লাখ টাকা । রমেশ ক্লিনিক এয় টাকা দিতে অসকৃতি জানালে হরিজন সম্প্রদায়ের লোকজন বালতি ভর্তি মল ও ঝাটা বারুন নিয়ে রমেশ ক্লিনিক ঘেরাও করে । পরে স্থানীয় কাউন্সিলার ও পুলিশের মধ্যস্ততায় রমেশ ক্লিনিক রোগির চিকিৎসার সমস্থ ব্যায়ভারের দায়িত্ব নিলে বিষয়টি শান্ত হয়।