প্রথম রাজধানী ডেক্স
চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর বাজার এলাকায় বুধবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও হেল্পার অক্ষত থাকেন। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ফুলবাড়ী হয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যশোর-ট ১১-৩৯৫৭ নম্বরের হলুদ রঙের আইশার (EICHER) ট্রাকটি রাত আনুমানিক ৩টার দিকে ভালাইপুর বাজার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। মোড় ঘোরার সময় দ্রুতগামী ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি বিশাল রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকটির সামনের কেবিন ও ছাদ দুমড়ে-মুচড়ে যায়।
ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও চালক ও হেল্পার বেঁচে যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তারা আইনি ঝামেলা এড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সরেজমিনে দেখা গেছে, ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে আছে, কেবিনের অংশ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম এবং হেডলাইট ও সামনের গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। মালিকপক্ষ বা পুলিশ এখনও ট্রাক উদ্ধার করেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে কুয়াশা ও কম দৃশ্যমানতা, অথবা চালকের ক্লান্তি ও ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা মনে করছেন, দ্রুত ট্রাক উদ্ধার ও রাস্তায় সতর্ক ব্যবস্থা গ্রহণ না হলে পথচারী ও যানবাহনের জন্য বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে।