মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।
অভিযানকালে গণপরিবহন, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ও ৬৬ ধারায় চারটি পৃথক মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং যানবাহনের বৈধতা যাচাইয়ের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়ম ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।