মেহেরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার আজ সোমবার রায় ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ গড়ে তোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা এবং গাংনী উপজেলার মালশাদহ এলাকায় টানা কয়েক ঘণ্টা ধরে এ অবরোধ ও অবস্থান কর্মসূচি চলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অবরোধ চলাকালে যুবলীগের নেতাকর্মীরা “জয় বাংলা”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”—এমন স্লোগানে পুরো মহাসড়ক মুখর করে তোলে। আকস্মিক এ অবরোধে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে দীর্ঘ ভোগান্তিতে পড়েন রাতের যাত্রীরা। অনেক যাত্রী বাস ও ব্যক্তিগত যানবাহনে আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তবে কিসের দাবিতে বা কার নির্দেশে এই অবরোধ কর্মসূচি—তা স্পষ্ট করে কেউ জানাতে পারেননি।
এদিকে ঘটনাস্থলেই পুলিশ মোতায়েন থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।